নেত্রকোনায় শ্রমিক দলের সভা

দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় ছোটবাজারের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি মো. আদব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক সৈয়দ আবদুল মোতালিব, সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আকিকুর রেজা খোকন, আবদুল কুদ্দুছ ফকির, সাংগঠনিক সম্পাদক মো. আবুল মিয়া, মহিলাবিষয়ক সম্পাদক আছিয়া রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক ফিরোজ রহমান নান্টু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল জলিল, আবদুল আজিজ, রাজ আলী প্রমুখ।
সভায় বক্তারা দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।