মাদক সেবনের দায়ে তিনজনের দুই বছরের কারাদণ্ড

মাদক সেবন ও বিক্রির দায়ে নেত্রকোনায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং দুজনকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ উপজেলার রুমন খান পাঠান, রেজাউল করিম টিটু, ইয়াসীন আরাফাত রনি এবং বারহাট্টা উপজেলার মো. সাইফুল ইসলাম, মো. আনোয়ার হোসেন। এদের মধ্যে মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আটক তিনজনের দেহ তল্লাশি করে ৫৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে রাতে প্রণয় চাকমার আদালতে তাদের হাজির করা হলে রুমান ও টিটু প্রত্যেককে দুই বছর এবং রনিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক সাইফুল ও আনোয়ার প্রত্যেককে দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ওই দুজনকে মাদক বিক্রি ও সেবনের সহযোগিতা করার দায়ে ললিতা নামে এক নারীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় বলেও জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. আজাদুল ইসলাম। অভিযানে মাদক সেবনকারী-ব্যবসায়ীদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এর আগে দিনভর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।