২১ সালের মধ্যে সবার জন্য টিনের ঘর : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে প্রত্যেকের জন্য একটি করে টিনের ঘর দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগ এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
আজ শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদ সভাকক্ষে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী আয়োজিত ‘আশ্রয়ণ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে কর্মকর্তাদের অংশগ্রহণ কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, তিন ধাপে সবাইকে টিনের ঘর দেওয়া হবে। প্রথম ধাপে যাঁদের কোনো সম্পত্তি নেই, ব্যারাকে তাঁদের টিনের ঘর দেওয়া হবে। দ্বিতীয় ধাপে যাঁদের ১ থেকে ১০ শতাংশ জমি আছে, তাঁরা টিনের ঘর পাবে। আর তৃতীয় ধাপে যাঁরা কিছুটা সচ্ছল, এনজিওর মাধ্যমে ব্যাংক লোন দিয়ে তাঁদের সহায়তা করা হবে। এতে টাকাটা ফেরত পাওয়া যায়। এ ছাড়া শহরের কর্মজীবী আশ্রয়হীন বস্তিবাসীর জন্য বহুতল ভবন তৈরি করা হবে। তবে এখনো এই মডেল দাঁড় করানো হয়নি।
অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন বলেন, জামালপুরের ইসলামপুরে আশ্রয়ণ বন্যায় নদীতে ভেঙে গেছে, সেখানে পুনরায় পুনর্বাসন করা যায়নি। আর গ্রোথ সেন্টার থেকে দূরের আশ্রয়কেন্দ্রগুলোতে কেউ থাকে না। উপকারভোগীদের অনেকেই ব্যারাকে থাকে না, তাঁদেরও লোন দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বপ্রাপ্তরা সঠিক তদারক করেন না। একটি সমন্বিত তদারকির উদ্যোগ নিলে লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে। এ ছাড়া বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত আশ্রয়ণ মেরামতে বরাদ্দ থাকা উচিত।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. জহিরুল হক। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।