দুদিনে ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব অভিযানে ৪৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ আদালতের স্পেশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভীনের নেতৃত্বে একটি দল গত মঙ্গলবার সকাল থেকে রাতব্যাপী ভৈরব শহরের কাঠপট্টি, টিনপট্টি, বাগানবাড়ী, চণ্ডীবের, বাসস্ট্যান্ড ইত্যাদি এলাকার বিভিন্ন কল-কারখানাসহ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। ওই সময় অবৈধ সংযোগ, মিটার টেম্পারিং, অনুমোদনহীন অতিরিক্ত কিলো ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর সংযোগ বিচ্ছিন্ন করেন আদালত। অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানের মালিক তাঁদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। ওই প্রতিষ্ঠানগুলোতে তালা ভেঙে প্রবেশ করেন ম্যাজিস্ট্রেট।
অভিযানে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা করে স্থানীয় বিদ্যুৎ বিভাগ।
অভিযানে সহায়তা করেন স্থানীয় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আফজাল মোহাম্মদ হেলালীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
এদিকে, গতকাল বুধবার দুপুরে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদনের দায়ে ১৫ প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করে মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই। বিএসটিআইর ফিল্ড অফিসার (সিএন) মো. রেজানুর রহমান সরকার বাদী হয়ে এ মামলাগুলো করেন।
প্রতিষ্ঠানগুলো হলো—বসির কেমিক্যাল, মুর্শিদ কেমিক্যাল, সজীব কেমিক্যাল, গ্রেস্টার কেমিক্যাল, আশরাফ উদ্দিন কেমিক্যাল, সাইফুল কেমিক্যাল, শাহিন কেমিক্যাল, পাঞ্জেরী কেমিক্যাল, আবদুল কবির কেমিক্যাল, রাহেল কেমিক্যাল, হান্নান কেমিক্যাল, সোহরাব কেমিক্যাল, আমিন করপোরেশন ও মিথিলা প্রোডাক্টস।
একই দিন সন্ধ্যায় পৌর এলাকার জগন্নাথপুর বিয়ানীবাজারে অবস্থিত একটি অবৈধ পলিথিন কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গাছতলাঘাট বাজারের খুচরা দোকানে পলিথিন পাওয়ায় দুই দোকানিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চিত্রা শিকারী এসব জরিমানা করেন।
এর আগে বিকেলে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বৈধ কাগজপত্র না থাকায় ১৩টি সিএনজিচালিত অটোরিকশার মালিককে ৫০০ টাকা করে মোট ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কিশোরগঞ্জ শাখার পরিদর্শক সাইদুল কবীর।