গোপালগঞ্জে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ সদর উপজেলার কারারগাতী গ্রামের লোকজন আজ বুধবার জমি অধিগ্রহণের টাকার দাবিতে মানববন্ধন করেন। ছবি : এনটিভি
গোপালগঞ্জে জমি অধিগ্রহণের টাকা না দিয়ে রেললাইন সম্প্রসারণের কাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। সদর উপজেলার কারারগাতী গ্রামবাসী আজ বুধবার এ কর্মসূচি পালন করেন।
গ্রামের লোকজন জানান, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ করছে রেল কর্তৃপক্ষ। রেললাইনের সম্প্রসারণের জন্য সদর উপজেলার কারারগাতী মৌজার জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু জমির ক্ষতিপূরণ না দিয়ে রেললাইনের কাজ শুরু করে কর্তৃপক্ষ।
এ ঘটনার প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে আজ গ্রামে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শতাধিক নারী-পুরুষ। এ সময় তাঁরা ক্ষতিপূরণের টাকা না দিয়ে সরকার রেললাইন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। পরে মানববন্ধনকারীরা রেললাইন সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন।