ফলক সরানোয় কিশোরগঞ্জে র্যাব অধিনায়ক প্রত্যাহার

মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের স্থাপন করা একটি ফলক অপসারণের ঘটনায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি রাজীব কুমার দেব। আজ থেকে তিনি এই ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
এএসপি রাজীব কুমার দেব বলেন, অনুমতি ছাড়াই সৈয়দ নজরুল ইসলামের স্থাপন করা ভিত্তিপ্রস্তর ফলক অপসারণ এবং নিজের নামে ফলক স্থাপনের অভিযোগ ওঠায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেজর মো. রিয়াদুল ইসলামকে প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে।
১৯৭৫ সালের ৫ মার্চ বাংলাদেশের তৎকালীন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জ মহকুমায় নিজ গ্রামের বাড়ি যশোদলে টেক্সটাইল মিলের ভিত্তিপ্রস্তর ফলক স্থাপন করেন। এক দশকেরও বেশি সময় আগে বন্ধ হয়ে যাওয়া ওই মিল এলাকায় কিছুদিন আগে র্যাব ১৪-এর ক্যাম্প স্থাপন করা হয়।
গত ৫ ফেব্রুয়ারি ওই ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলাম সৈয়দ নজরুল ইসলামের স্থাপন করা ভিত্তিপ্রস্তর ফলকটি ভেঙে ফেলে নিজের নামে উন্নয়নকাজের একটি ফলক স্থাপন করেন।
গতকাল সোমবার সকালে মিল এলাকায় র্যাব ক্যাম্পের ভেতরে অবস্থিত মসজিদে ফজরের নামাজ পড়ার সময় বিষয়টি স্থানীয় কয়েকজন ব্যক্তির নজরে আসে। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে উত্তেজনার সৃষ্টি হয় এবং দলে দলে র্যাব ক্যাম্পে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক ঘটনাস্থলে গিলে পুনরায় ভিত্তিপ্রস্তরটি স্থাপনের নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়।
এই ঘটনার প্রতিবাদে আজ দুপুরে মুক্তিযোদ্ধা যুব কমান্ড নামে একটি সংগঠন সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করে। তারা ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলামকে স্বাধীনতাবিরোধীদের চর আখ্যা দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম অমি।