জাপার সাংসদসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য এম এ হান্নান ও সাবেক সংসদ সদস্য আনিছুর রহমান মানিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ত্রিশালের মুক্তিযোদ্ধা আবুল কালাম বাদী হয়ে মামলাটি করেন।
আদালতের বিচারক মো. মিটফুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার আসামি ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য এম এ হান্নান বর্তমানে মানবতাবিরোধী অপরাধের অপর মামলায় কারাগারে আটক।
মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯৭১ সালের ২১ এপ্রিল আসামিদের সহায়তায় পাকবাহিনী ত্রিশালের কালিরবাজার ও কানিহারী এলাকায় গণহত্যা চালিয়ে শতাধিক লোককে হত্যা করে। নিহতদের মধ্যে ৫৭ জনের পরিচয় জানা যায়। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে একাত্তর সালে লুণ্ঠন, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। বাদীর মামলার আইনজীবী ছিলেন আবদুর রহমান আল হোসাইন তাজসহ অন্যরা।