শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য
১৫ ফেব্রুয়ারি মানববন্ধন ১৪ দলের

১৪ দলের বৈঠক শেষে মোহাম্মদ নাসিম। ছবি : এনটিভি
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারি রাজধানীতে মানববন্ধনের ঘোষণা দিয়েছে ১৪ দলীয় জোট।
আজ রোববার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় সভা শেষে এ কথা জানান বৈঠকের সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
নাসিম অভিযোগ করেন, সর্বশেষ দুজন যুদ্ধাপরাধীর ফাঁসির পর থেকে পাকিস্তানিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শুরু করেছে, যা মোটেও কাম্য নয়। বিএনপি পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করছে বলেই মুক্তিযুদ্ধের এত বছর পর শহীদদের সংখ্যা নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ও তাঁর দলের নেতারা। এর প্রতিবাদে ১৪ দলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রকাশের পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীজুড়ে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।