ময়মনসিংহে অটোরিকশাসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার

ময়মনসিংহে আজ ভোরে ছয়টি অটোরিকশাসহ গ্রেপ্তার চার ছিনতাইকারী। ছবি : এনটিভি
ময়মনসিংহে ছয়টি অটোরিকশাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার ভোরে ময়মনসিংহের পাট গুদাম, চরকালীবাড়ি ও কৃষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে এ ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আরফান (৩৫), মো. হানিফ (১৮), ছাদেক হোসেন (১৮) ও আসাদুল (৩০)।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, চরাঞ্চলে ভাড়ার নাম করে নির্জন স্থানে গিয়ে চালককে হত্যা, আহত এবং অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাইকারী আন্তজেলা ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা, দুটি মোবাইলফোন, তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
এসআই আরো জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকায় অটোরিকশা ছিনতাই কাজে সক্রিয় ছিল। পরে তাদের নামে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।