বইমেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বইমেলা উপলক্ষে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক আছে।’ বইমেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ মঙ্গলবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব ধরনের বড় অনুষ্ঠানের আগে আমরা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক করে থাকি। বই মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা বসেছি। সেখানে আমাদের ডিএমপি, গোয়েন্দা বাহিনীও ছিল। এ ছাড়া আমরা মেলা উপলক্ষে প্রয়োজনীয় সিসিটিভি ক্যামেরা বসিয়েছি। মোটকথা বইমেলা উপলক্ষে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে এসব বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।’ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন তিনি ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিসি ক্যামেরা সর্বক্ষণ মনিটরিং করা হবে। এ ছাড়া সাদা পোশাকে আমাদের গোয়েন্দা বাহিনী মেলায় থাকবে।’ যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি, তাদের উন্নত প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জমাদি সরবরাহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীতে নারী সদস্য বাড়ানোর জন্য আমরা আন্তরিক। পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে নারীদের নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।