অটোরিকশায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নিহত মেরিনা নকরেকের পাশে স্বজনেরা। ছবি : এনটিভি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মেরিনা নকরেক (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দর্শারপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেরিনা উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের গণক মাঝির মেয়ে।
মেরিনার বড় বোন প্রভাতী নকরেক জানান, মেরিনা হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার এসএসসি পরীক্ষার্থী। আজ ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দর্শারপাড় নামক স্থানে এসে আকস্মিক অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে যায়। চালক বুঝতে পেরে দ্রুত অটো থামিয়ে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই মেরিনার মৃত্যু হয়।