জাসদ অশুভ শক্তির সঙ্গে আপস করে না : তথ্যমন্ত্রী

জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাসদ গণতন্ত্রের দল, গণমানুষের দল। জাসদ জাতির প্রয়োজনে ঐক্য এবং বিরোধিতা করে। জাসদ কখনো অশুভ শক্তির সঙ্গে আপস করে না।
আজ রোববার দুপুরে ময়মনসিংহ টাউন হল মাঠে জেলা জাসদের সম্মেলনপূর্ব সমাবেশে প্রধান অতিথির ভাষণে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে জাতীয় ও জাসদের দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনর সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরিন আখতার, সংসদ সদস্য নাজমুল হক প্রধান ও লুৎফা তাহের, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনাসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সামনে তিনটি যুদ্ধ রয়েছে। তিন যুদ্ধ হলো বাংলাদেশকে আরেক ধাপ উঠতে হলে জঙ্গি দমনের যুদ্ধ, নিজ শক্তিতে উন্নয়নের যুদ্ধ এবং সুশাসন এবং বৈষম্যের অবসান। আমি তাই বলি, এই তিন যুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আরেক ধাপ উঠতে পারে। এই তিনটি লক্ষ্য অর্জনের প্রধান বাধা হচ্ছে খালেদা জিয়ার বিএনপি ও জামায়াত। এই বাধা অতিক্রম করতে হলে বাংলাদেশকে সম্পূর্ণ নিরাপদ করতে আরেক ধাপ উন্নতি করতে আসুন, খালেদা জিয়াকে এবং বিএনপি জামায়াতকে সম্পূর্ণভাবে পরাজিত করে এবং রাজনীতির ময়দান থেকে বিতারিত করতে হবে।
হাসানুল হক ইনু বলেন, মনে রাখবেন এই খালেদা জিয়ার হাত ধরেই জঙ্গি বাংলাদেশে তাণ্ডব চালিয়েছিল। এমনভাবে বিতারিত করবেন যেন খালেদা জিয়ার হাত ধরে জঙ্গিরা আবার বাংলাদেশে কোনো ঘাঁটি বা ঘুঁটি করতে না পারে।