ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় শহরের আলীপুর বাদামতলী সড়ক থেকে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, ফরিদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদশা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জয়নাল, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ ইয়াদ তন্ময় প্রমুখ।
সমাবেশে জুলফিকার হোসেন জুয়েল বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্যমূলকভাবে রাজনীতি থেকে সরানোর জন্য অবৈধ সরকার কর্তৃক রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানান তিনি।