অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিহত

নেত্রকোনা সদর উপজেলার নসিবপুর এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।
এর আগে বিকেলে জেলার কেন্দুয়া উপজেলায় ব্যাটারি ও সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাসিমা সুলতানা (৩২) নামের এক স্কুলশিক্ষিকা আহত হয়েছেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানান, অজ্ঞাতনামা এক নারী আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে নসিবপুর এলাকায় অসাবধানতাবশত অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বিকেলে কেন্দুয়া উপজেলার রামপুর সড়কে ব্যাটারি ও সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাসিমা সুলতানা (৩২) নামের এক স্কুলশিক্ষিকা আহত হয়েছেন।
দুর্ঘটনার তথ্য জানিয়ে নাসিমার ভাই স্কুলশিক্ষক লাইমুন বলেন, আঘাত গুরুতর হওয়ায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক নাসিমাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।