হাওরে ডুবো সড়কের উদ্বোধন

নেত্রকোনার ভাটি এলাকা মদন-খালিয়াজুরি সাব-মার্জিবল সড়ক (ডুবো সড়ক) ও বালই সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে এর উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেবেকা মমিন।
এ উপলক্ষে মদন উপজেলার গোবিন্দশ্রী টোকেরকান্দা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাসুদ খানের সভাপতিত্বে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী তিন হাওর উপজেলার গণ্যমান্য ব্যক্তি, কৃষক-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সমাবেশে সংসদ সদস্য রেবেকা মমিন বলেন, ভাটি-বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নজর রাখছেন। তাই হাওরবাসীর জীবনযাত্রার উন্নয়ন হবেই হবে।
এ সময় আরো বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ শাহরিয়ার, মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ হারেছ প্রমুখ।
সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, মদন থেকে খালিয়াজুরী পর্যন্ত ২৩ কিলোমিটার ডুবো সড়ক ও ৯৫ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণে ব্যয় হবে ১০৪ কোটি টাকা। দুই উপজেলার হাওরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে দ্রুত এ কাজ সম্পন্ন করা হবে।