‘পেট্রলবোমা হামলাকারীদের বিচার হবে’

আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে রাজাকারদের বিচার হচ্ছে। যারা আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে, তাদেরও বিচার করা হবে।
গতকাল শনিবার বিকেলে মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহমদ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ প্রশাসক আলহাজ মতিয়র রহমান খান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মোহনগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতনকে সভাপতি ও শহীদ ইকবালকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় থাকে তখন দেশে দুর্নীতি ও লুটপাট হয়। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মজিবুর রহমানের (কাঁচা মিয়া) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ ইকবালের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদ সদস্য রেবেকা মমিন, ছবি বিশ্বাস, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, যুব মহিলা লীগের সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহসম্পাদক শফি আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, যুগ্ম সম্পাদক নেত্রকোনা পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইফতিখার উদ্দিন খান মাসুদ, অধ্যাপক ভজন সরকার, নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত রায়, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ গোলাম রসুল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল প্রমুখ।
সম্মেলনে বিএনপি থেকে ২৫ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।