এরশাদের সিদ্ধান্ত অগণতান্ত্রিক : রওশন

দলের কো-চেয়ারম্যান ও মহাসচিব পদের ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেওয়া সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ।
আজ শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানিয়েছেন রওশন এরশাদ।
রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত একটি দল। এ পার্টি সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এবং জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে সোচ্চার ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এমন একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ, পার্লামেন্টারি পার্টি এবং প্রেসিডিয়াম সদস্যসভার আলোচনা ছাড়াই কো-চেয়ারম্যান অর্থাৎ ভবিষ্যৎ পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পদসহ পার্টির গুরুত্বপূর্ণ দুটি পদে যে পরিবর্তন করেছেন, যা রাজনৈতিক দলের নীতিসিদ্ধ নয় ও অগণতান্ত্রিক।’
রওশন এরশাদ বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে পার্টিতে ও জনমনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেটি সঠিক নয়, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে যৌথসভায় এ ধরনের কোনো আলোচনা হয়নি।’
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা সম্প্রতি জাতীয় পার্টির রাজনীতি নিয়ে যে অপপ্রচার ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এরই পরিপ্রেক্ষিতে রওশন এরশাদ এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল হিসেবে দেশের সর্বস্তরের জনগণ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।’ দলের বৃহত্তর ঐক্য বজায় রাখার লক্ষ্যে দলের ঊর্ধ্বতন পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার ক্ষেত্রে দলের সিদ্ধান্ত গ্রহণকারী বিভিন্ন কমিটির সঙ্গে আলোচনাসাপেক্ষে তা করবেন বলে তিনি অভিমত প্রকাশ করেন।
রওশন এরশাদ আশা প্রকাশ করে বিবৃতিতে উল্লেখ করেন, জাতীয় পার্টির বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং এ দলকে ভবিষ্যতে আরো সুসংগঠিত ও সুসংহত করার লক্ষ্যে পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন তা পুনর্বিবেচনা করবেন।