ততক্ষণে যুবকটি কি বাঁচবেন?

যুবকটির পাশে কেউ নেই। অক্সিজেন চলা অবস্থায় নাক ও মুখ দিয়ে ঝরছে রক্ত। অচেতন অবস্থায় পড়ে আছেন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ২ নম্বর বেডে।
যুবকটির পরনে লাল রঙের জিন্স প্যান্ট। গায়ে রয়েছে হলুদ ও কালো রং মিশ্রিত ফুলহাতা শার্ট। আনুমানিক ২০-২২ বছরের ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
হাসপাতালের কর্তব্যরত নার্স সুরাইয়া আক্তার জানান, যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটের সময়ই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর কথা বলেছেন। কিন্তু যুবকের পাশে আপনজন না থাকায় বিকেল থেকে তিনি হাসপাতালের বেডে পড়ে আছেন।
এদিকে আহত যুবককে হাসপাতালে নিয়ে আসা মাদ্রাসাছাত্র মো. সাদ্দাম হোসেন জানান, বিকেলে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে চল্লিশা স্টেশনের কাছে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হন অজ্ঞাতপরিচয়ের ওই যুবক। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি রেখে চলে যান সাদ্দাম। কিন্তু সে সময় থেকে হাসপাতালেই পড়ে রয়েছেন যুবকটি।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জিআরপি পুলিশকে জানানো হয়েছে। ট্রেনে কোনো ঘটনার বাকি বিষয়টা তারাই (জিআরপি) দেখবে।
এসআই এমন আশ্বাস দিলেও ততক্ষণে কি বাঁচবেন অজ্ঞাতপরিচয়ের ওই যুবক?