পৌর নির্বাচনে নৈতিক জয় হয়েছে : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে আমাদের নৈতিক জয় হয়েছে। মানুষের মাঝে একটি চেতনাবোধ জাগ্রত করার লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচনে অংশ নিয়েছে। জয়-পরাজয় বড় কথা নয়, আমাদের দল খেটে খাওয়া মানুষের দল, শোষিত মানুষের অধিকার আদায়ে আমরা আন্দোলন করে যাব।’
নেত্রকোনা শহরে মোক্তারপাড়া দুর্বার গোষ্ঠীর কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভায় সাইফুল হক এসব কথা বলেন।
স্বশাসিত গণতান্ত্রিক ও ক্ষমতাসম্পন্ন পৌরসভা গড়ে তোলার স্লোগানে অনুষ্ঠিত নির্বাচন উত্তর এই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সজীব সরকার রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বহ্নিশিখা জালালী, কেন্দ্রীয় নেতা কমরেড আকবর হোসেন, জেলা শাখার সদস্য লিপি রানী সরকার, মোজাম্মেল হক, আবু লাহাব লাইছউদ্দিন, আব্দুল মান্নান প্রমুখ।