নেত্রকোনায় যুবদলের সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

নেত্রকোনা জেলা যুবদলের সভাপতি আল-আমিন খান পাঠানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার তাঁর নিজ বাসভবনে দোয়া মাহফিল, কাঙালিভোজ ও স্মরণসভার আয়োজন করা হয়।
প্রয়াত সভাপতি আল-আমিনের স্মরণে শহরের ছোটবাজার এলাকায় নেত্রকোনা জেলা যুবদলের কার্যালয়ে সকালে দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মাঝে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, বিএনপি নেতা আবদুল মান্নান তালুকদারসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তেরী বাজারে নিজ বাসভবনে কোরআনখানি, জিকির আসকার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদ জুমা জেলা শহরের বড়বাজারে কাঙালিভোজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ১০টায় আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়ায় গ্রামের বাড়িতে তাঁর কবর জিয়ারত করা হয়।