সভাপতি লিয়াকত, সম্পাদক মুকুল

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের পরাজয় হয়েছে। সভাপতি পদে জাতীয় পার্টি সমর্থিত অ্যাডভোকেট লিয়াকত আলী খান নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির সমর্থিত অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম ভূঁইয়া। সমিতির ২৭৬ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী এক বছরের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব গঠন করেছেন।
সভাপতি পদে নির্বাচিত লিয়াকত আলী খান পেয়েছেন ১৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের সিতাংশু বিকাশ আচার্য্য পেয়েছেন ১১২ ভোট। আর গোলজার হোসেন ১৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আমিনুল হক খান মুকুল পেয়েছেন ১৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী আইনজীবী পরিষদের মাজহারুল হক খান ১০০ ভোট পেয়েছেন। ১৩১ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদটি অর্জন করেছেন আজহারুল ইসলাম খান এবং ১২৬ ভোট পেয়ে পরাজিত প্রার্থী হলেন মোজাম্মেল হোসেন মীরধা। লাইব্রেরি-সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে পাঁচ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. আবুল মনসুর। ১২৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন আবদুল মতিন মৃধা। ৮৮ ভোট পেয়ে বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে পরাজিত হয়েছেন গাজী মাসুদা বেগম। জয়ী হয়েছেন ১৭২ অর্জনকারী প্রার্থী শরিফুল ইসলাম। সদস্য পদে ভোটে অংশ নিয়েছিলেন আটজন প্রার্থী। তাঁর মধ্যে জয়ী হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন শামীম আহম্মেদ (১৭৫), মোশারফ হোসেন তমাল (১৭০), এম এমজিদ (১৫৪), সুলতান উদ্দিন ভূঁইয়া (১৫১), মোহাম্মদ এনামুল হক মোর্শেদ বেগ (১৪৩)। সদস্য পদে পরাজিত তিন প্রার্থী হলেন তরুণ কমল বিশ্বাস (১৩৩), এখলাছুর রহমান খান (১১৭) ও মনোয়ারুল হক পারভেজ (১০০)। আবদুর রাশিদ ১৩৫ ভোট পেয়ে অর্জন করেছে অডিটর পদটি। আর প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৮ হওয়ায় ওই পদ অর্জন করতে ব্যর্থ হয়েছেন নিরঞ্জন সরকার।