এক যুগ পর হচ্ছে মোহনগঞ্জ আ. লীগের সম্মেলন

নেত্রকোনা জেলার ভাটি বাংলার রাজধানী বলে খ্যাত মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী শনিবার। বিগত ২০০৩ সালের ৭ ডিসেম্বর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক যুগ পর মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলন হতে যাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা জানান, সম্প্রতি দলীয় বিরোধ মিটে যাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। শনিবার মোহনগঞ্জ পাইলট স্কুল প্রাঙ্গণে সকাল থেকেই শুরু হবে সম্মেলন। এবারের সম্মেলনে দলের বিভিন্ন পদে পরিবর্তন আসবে। এ ছাড়া কিছু বির্তকিত নেতার স্থানে নতুন মুখ দায়িত্ব পেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
দলীয় একাধিক সূত্র থেকে জানা যায়, সভাপতি হিসেবে সম্মেলনের মধ্য দিয়ে প্রথম বারের মতো আওয়ামী লীগের হাল ধরতে যাচ্ছেন মোহনগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন। সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। এ পদে দ্বিতীয় বারের মতো দায়িত্ব পেতে যাচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল।
এ ব্যাপারে শহীদ ইকবাল জানান, কেন্দ্রীয় ও জেলা নেতারা এবং নেত্রকোনা জেলার সংসদ সদস্যদের নিয়ে মোহনগঞ্জ আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্ততি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, মহিলা ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য রেবেকা মমিন, ওয়ারেসাত হোসেন বেলাল, ছবি বিশ্বাস ও ইফতেখার উদ্দিন পিন্টু। এ ছাড়া থাকতে পারেন অধ্যাপক অপু উকিল, ছাত্র নেতা শফি আহম্মেদ, নেত্রকোনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু।
সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান। সভাপতিত্ব করবেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মজিবুর রহমান কাঁচা মিয়া।