মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবি

কারাগারে অসুস্থ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানানো হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।
নাগরিক ছাত্র ঐক্যের উদ্যোগে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান। বক্তব্য দেন ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, জনার্দন দত্ত নান্টু, এমরান খান, যুবঐক্যের আহ্বায়ক শাহীনুল আলম, শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সামাজিক আন্দোলনের নেতা অধ্যাপক হুমায়ুন কবির হিরু, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য গাজী ইসলাম উদ্দিন ও শহীদুল্লাহ কায়সার। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে স্লোগান দেয়।
নাগরিক ছাত্র ঐক্যের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানববন্ধনে বক্তারা চাকসুর সাবেক জিএস, ডাকসুর দুইবারের ভিপি, সফল ছাত্রনেতা এবং তৃতীয় রাজনৈতিক শক্তির অগ্রসৈনিক কারাবন্দি মান্নাকে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মান্নার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অথচ ১১ মাস হতে চলল কোনো অভিযোগপত্র দিতে পারেনি সরকার। আটকাবস্থায় নির্যাতন করে তাঁর জীবন সংকটাপন্ন করা হলেও সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। অবিলম্বে মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানিয়ে বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।