দেয়ালে পোস্টার লাগানোয় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেয়ালে পোস্টার ও ব্যানার টানানোর অপরাধে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে গার্ডেনিয়া কিন্ডারগার্টেন, এইম ক্যাডেট কোচিং সেন্টার, কমার্স একাডেমি, বিদ্যাপীঠ, অনুশীলন কোচিং সেন্টার ও লুমিনাস কিন্ডারগার্টেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামিল বিষয়টি নিশ্চিত করে জানান, দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ ভঙ্গের কারণে ওই আইনের ৩ এর ৬ (২) উপধারা অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থান ছাড়া কোনো স্থানে দেয়াল লিখন, পোস্টার লাগানো ও ব্যানার টানানোর জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশের কথা বলা হয়েছে।
অভিযান সম্পর্কে জানতে চাইলে জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক বলেন, কিশোরগঞ্জে এ ধরনের এটিই প্রথম অভিযান। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। শহরকে পরিচ্ছন্ন রাখতে আইন প্রয়োগের কোনো বিকল্প নেই।