ফরিদপুরে ৭ টন জাটকাসহ আটক ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাছের আড়তে অভিযান চালিয়ে সাত হাজার কেজি (সাত মেট্রিক টন) জাটকাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের মেজর মো. মোস্তফা কায়জার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে ভাঙ্গার মৎস্য আড়তে অভিযান চালিয়ে দুই হাজার কেজি ছয় থেকে সাত ইঞ্চি সাইজের জাটকা এবং পাঁচ হাজার কেজি এক-দেড় ইঞ্চি সাইজের জাটকা জব্দ করা হয়। এ সময় চার জাটকা ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (৩০), মো. আমির হোসেন (২৫), মো. মোফাজ্জল (৩০), জালাল মাতুব্বর (৪২) ও মো. আলাল ঘরামি (৪৫)।
আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে তাঁদের চারজনকে এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া চালক মোফাজ্জলের ট্রাক জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর মনদীপ ঘরাই জানান, জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।