সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
বগুড়ার গাবতলীর নিভৃত পল্লী বাগবাড়ীতে ১৯৩৬ সালে কমল নামে যে শিশুর জন্ম হয়েছিলে তিনিই জিয়াউর রহমান। মাত্র ১৭ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেন স্বাধীনতার।
সেক্টর কমান্ডার হিসেবে মেজর জিয়া নিজেও ছিলেন সম্মুখসমরে। বীর উত্তম খেতাবে ভূষিত হন বীরত্বপূর্ণ অবদানের জন্য। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার মিলিত বিপ্লব তাঁকে নিয়ে আসে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ১৯৭৭ সালের এর ২১ এপ্রিল হন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসী ভূমিকায় ইতিবাচকভাবে পাল্টে যেতে থাকে দেশের অর্থনীতি। অবকাঠামো উন্নয়ন, খাল খনন, খাদ্য উৎপাদন, গণশিক্ষা ও চিকিৎসা কার্যক্রম, গ্রাম সরকার প্রবর্তনসহ তাঁর নেওয়া ১৯ দফা কর্মসূচি দৃষ্টি কাড়ে মানুষের। প্রতিষ্ঠা করেন বিএনপি।
সাবেক এ রাষ্ট্রপতির মূল্যায়ন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেন, ‘জিয়াউর রহমান বিশ্বাস করতেন, বাংলাদেশকে যদি উন্নত করতে হয়, অর্থনৈতিক দিক থেকে হোক, অথবা শিক্ষা-স্বাস্থ্য অন্যান্য ক্ষেত্রে অগ্রগতির পথে যদি টেনে আনতে হয়, তাহলে এর কর্মক্ষেত্রটা হবে গ্রাম।’
দেশকে নিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়নের আগেই বিপথগামী একদল সেনা সদস্যের হাতে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিস হাউসে শহীদ হন জিয়াউর রহমান।
জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেম সবার জন্যই অনুকরণীয় হতে পারে বলে মনে করেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, তাঁর আদর্শ যেন বাংলাদেশের তরুণদের মধ্যে বিস্তৃত হয়। সীমাহীন ক্ষমতার অধিকারী যে তারুণ্য, সেই তারুণ্যকে সঙ্গে নিয়েই তিনি সব সময় ঘুরেছেন। ভবিষ্যৎ রাজনীতিতে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণই হবে বিএনপির একমাত্র পথ।
খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
একই সঙ্গে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
গরিবদের বিনামূল্যে চিকিৎসা
এ ছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গরিবদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি চিকিৎসাক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।
এর আগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দুপুর ২টায় রাজধানীর রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।