সরকারি সিরিঞ্জ পাচার করায় তিনজনকে কারাদণ্ড

নেত্রকোনায় হাসপাতালের সরকারি সিরিঞ্জ পাচারের দায়ে সিভিল সার্জন অফিসের স্টোরকিপার মো. আবদুর রাশিদ ও তাঁর দুই সহযোগীকে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাঁদের আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
কারাদণ্ডাদেশ পাওয়া অন্য দুজন হলেন নেত্রকোনার পৌর শহরের কাটলি মহল্লার রুবেল মিয়া ও রিকশাচালক বলাইনগুয়া গ্রামের সাধন সরকার। স্টোরকিপার রাশিদের বাড়ি কাটলি মহল্লায়।
আজ সোমবার বিকেলে নেত্রকোনা ১ নম্বর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাদিক গোলাম সারওয়ার আসামিদের বিরুদ্ধে এই রায় দেন।
মামলার বিবরণীতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ ২০১০ সালের ৮ মার্চ বিকেলে সদর উপজেলার বালিবাজারে একটি রিকশা থেকে পাচার করা পাঁচ হাজার পিস (৫ এমএল) সিরিঞ্জ উদ্ধার করে। যার মূল্যমান ২৫ হাজার টাকা। পরে পাচারের সহযোগী রিকশাচালক সাধন, রুবেল ও পাচারকারী রাশিদকে আটক করে ওই দিনই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে তদন্ত শেষে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কায়েস ওই বছরের ১৮ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) জি.এম খান পাঠান বিমল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ব্যোমকেশ ভট্টাচার্য।