রওশনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা একাংশের

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন দলের একটি অংশের নেতাকর্মীরা।
আজ সোমবার সন্ধ্যায় রওশন এরশাদের গুলশানের বাসায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এ ঘোষণা দেন। এ সময় তিনি একটি লিখিত বক্তব্য পড়ে শোনান।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রংপুরে তাঁর আপন ছোটভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণার একদিনের মাথায় এ ঘোষণা এলো।
জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু দাবি করেন, দলের সভাপতিমণ্ডলী ও পার্লামেন্টারি দলের সদস্যদের যৌথসভায় সর্বসম্মতিতে রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।
দলের চেয়ারম্যান যে প্রক্রিয়ায় কো-চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে ঘোষণা করেছেন তা গঠনতন্ত্র মোতাবেক সঠিক হয়নি বলেও দাবি করেন জাপা মহাসচিব। লিখিত বক্তব্যে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেন, ‘গতকাল পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এমপি পার্টির প্রেসিডিয়ামসহ কোনো ফোরামে কোনো আলোচনা ব্যতিরেকে তাঁর আপন ছোটভাই জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ও তাঁর উত্তরাধিকার হিসেবে ঘোষণা দেন। গণতান্ত্রিক রাজনীতিতে উত্তরাধিকারের কোনো ব্যবস্থা নাই। ...এই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলের নেতা রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
এই সভায় দলের চেয়ারম্যান এরশাদ উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে রওশন এরশাদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গতকাল রোববার রাতে রংপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘যত দিন বেঁচে আছি, সে (জি এম কাদের) কো-চেয়ারম্যান হিসেবে থাকবে, আমার সঙ্গে। আমি চলে যাওয়ার পর সে দায়িত্ব গ্রহণ করবে। এটা হলো আসল ঘোষণা। আগামী কাউন্সিল মিটিংয়ে আমরা গঠনতন্ত্র সংশোধন করব।’
এরশাদ আরো বলেন, ‘আমরা ত্রিবার্ষিক সম্মেলন করি। তিন বছর পর পর। আমাদের মার্চে হওয়ার কথা। কিন্তু মার্চে আওয়ামী লীগের হচ্ছে, এপ্রিল মাসে আশা করব আমাদের সম্মেলন হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হবে জি এম কাদের আর সদস্য সচিব হবে রুহুল আমিন হাওলাদার।’