দৈনিক জাহানের ব্যবস্থাপনা সম্পাদক জেলহাজতে

ময়মনসিংহে অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিম ও তাঁর সহযোগী রাসেলকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অস্ত্র আইনে করা একটি মামলায় সাতদিনের রিমান্ড চেয়ে দুজনকে ময়মনসিংহের এক নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের আদালতে হাজির করে। বিচারক আগামীকাল শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ময়মনসিংহের ডিবির উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিম এবং তাঁর সহযোগী রাসেলের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।
শনিবার ভোররাতে ডিবি পুলিশ ময়মনসিংহ শহরের মাসকান্দায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীর একটি বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। এ সময় ‘দৈনিক জাহান’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিম ও তাঁর সহযোগী রাসেলকে গ্রেপ্তার করা হয়।