কেন্দুয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনার কৃষক জনতাকে তাদের প্রাপ্য সেবা নিয়ে অবহিতকরণ বিষয়ে নেত্রকোনার কেন্দুয়ায় দিনব্যাপী এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দলপা ইউনিয়নে জল্লী দিশারী কৃষক সমবায় সমিতির আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। অনুষ্ঠানে কৃষকদের মাঠপর্যায়ে বিভিন্ন বিষয়ে অবহিত করে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিলাশ চন্দ্র পাল, জেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. এনামুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আফতাব হোসেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, জেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জল্লী দিশারী সমবায় সমিতির সভাপতি অ্যাডভোকেট সাফায়েত আহমেদ খান ও পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস উদ্দিন আহমেদ।
এ সময় কৃষি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কৃষকদের প্রাপ্য সেবা ও কৃষি উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরে এক প্রশিক্ষণের ব্যবস্থা করেন। জল্লী ইউনিয়নের শতাধিক কৃষক নারী-পুরুষ এতে অংশ নেন।