দেশকে নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র প্রতিহত করেছি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিহত করেছি।’
আজ রোববার সকালে ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আমু সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসসের।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের ধারক ও বাহক হিসেবে কাজ করছেন। দেশে যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর থেকে তিনি (খালেদা জিয়া) সহিংস আন্দোলনের পথ বেছে নিয়েছেন। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এমন কোনো কাজ নেই, যা তিনি করেননি।
আমির হোসেন আমু বলেন, পাকিস্তানের দোসর হিসেবে যারা কাজ করেছিল, তারা এখনো দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে স্বাধীনতাবিরোধী শক্তি যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেভাবেই ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর তারা গ্রেনেড হামলা চালিয়েছিল।