দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করছে সরকার

শিক্ষা কার্যক্রমে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলস পরিশ্রম করছে। নতুন বছর ২০১৬ সালের শুরুতেই সারা দেশে শিক্ষার্থীদের হাতে ৩৩ কোটিরও বেশি বই বিনামূল্যে বিতরণ করেছে সরকার।
আজ মঙ্গলবার নেত্রকোনায় এ কথা বলেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারা সরকারের বিশাল সাফল্য বলে তিনি মনে করেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় নেত্রকোনা কালেক্টরেট স্কুলের একাডেমিক ভবন ও একাডেমিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার।
নেত্রকোনা জেলা প্রশাসক কালেক্টরেট স্কুলের প্রতিষ্ঠাতা ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর এ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অধ্যাপক মতিন্দ্র সরকার, নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমীন প্রমুখ।
জেলার সুশীলসমাজ, শিক্ষক-শিক্ষার্থী, কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবন, একাডেমিক কার্যক্রমের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধান অতিথি।