আওয়ামী লীগের সমাবেশ শুরু

দশম জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত দুটি সমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট ও রাসেল স্কয়ারে সমাবেশ শুরু হয়।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশের মূল মঞ্চে নিজের বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘এক বছর আগে এই ঢাকা শহরেই বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল সারা দেশের মানুষের শরীর। বাংলাদেশে অপরাধ করে কেউ ছাড় পায়নি। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের মাধ্যমে তা প্রমাণ হয়েছে। জনগণের রক্তে রাজপথ রঞ্জিত করার অপরাধে শেখ হাসিনার নেতৃত্বে খালেদা জিয়ার বিচার হবে।’
খালেদা জিয়া যে অবরোধ ডেকেছিলেন তা এখনো প্রত্যাহার করা হয়নি উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘তিনি প্রত্যাহার না করলেও জনগণ তা প্রত্যাখ্যান করেছে।’
দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয় পর্যন্ত সমাবেশস্থল বিস্তৃত। এটুকু সীমানাই এই সমাবেশের জন্য নির্ধারণ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর আগে সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সোহাগ। এর পর বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবদুল মতিন খসরু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, এনামুল হক শামীম, বদিউজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত আছেন।