রায়পুরে বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টের বাসভবনে হামলা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী এ বি এম জিলানীর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার রাত ১১টার দিকে রায়পুর সদরে নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ সময় বাসার কাঁচের জানালা ভাঙচুর করে আট-দশটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনার পর শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়নি।
বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার এনটিভি অনলাইনকে জানান, ধানের শীষের জোয়ার দেখে নৌকা প্রতীকের লোকজন তাঁর বাসায় হামলা চালিয়ে ভাঙচুরসহ হত্যার হুমকি দেয়। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ করেন তিনি।
রায়পুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাউদ্দিন টিপু এনটিভি অনলাইনকে বলেন, ‘আওয়ামী লীগের কেউ মনিরুলের বাড়িয়ে হামলা চালায়নি। গাছ থেকে ঝুনা নারকেল পড়ে তাঁদের জানালার কাঁচ ভেঙেছে।