নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র বাসচাপায় নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ সোমবার সন্ধ্যায় বাসচাপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। তাঁরা যাত্রীবাহী বাসসহ ১০-১৫টি যানবাহন ভাঙচুর করেন।
নিহত দুজন হলেন আসিফ আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে আসিফ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষ এবং মামুন প্রথম বর্ষে পড়তেন। আসিফের বাড়ি ত্রিশাল উপজেলার মঠবাড়ী গ্রামে। মামুন ময়মনসিংহ শহরের পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৭টার সময় মোটরসাইকেলে করে ত্রিশাল বাজারে যাচ্ছিলেন আসিফ ও মামুন। পথে নওধার মোড়ে পেছন দিক থেকে নেত্রকোনাগামী শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মামুন। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর মারা যান আসিফ। পরে ত্রিশাল থানার পুলিশ ওই বাসটিকে আটক করে।
এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে ১০-১৫টি যানবাহন ভাঙচুর করেন।