নেত্রকোনায় পল্লীতে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর, বল্লভপুর দক্ষিণপাড়া ও ভাগবেড় গ্রামে বহুদিনের কাঙ্ক্ষিত বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা খোদে নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু।
সাড়ে তিন কিলোমিটার লাইন পল্লী বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন জাসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক মো. মোখলেছুর রহমান মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোছাইন আকন্দ, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মজিবুর রহমান, নেত্রকোনা জাসদের সভাপতি নিমূল কুমার দাস, সম্পাদক কামরুজ্জামান আকন্দ প্রমুখ।
বক্তব্য দেন নেত্রকোনা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, আমতলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ সবুজ, ডা. মিল্টন, দাখিল মাদ্রাসার সুপার এস এম এরশাদুর রহমান ফকির, নিজাম উদ্দিন, সিদ্দিক মিয়া, হাসানুল বারী ফারুক, আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নূর খান মিঠু বলেন, সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ থেকে শুরু করে সব ধরনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দিচ্ছে। ২০২১ সালের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে খ্যাতি অর্জন করবে। বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর। সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশির ভাগই বাস্তবায়িত হয়েছে।
উদ্বোধক জাসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ও নব্বইয়ের গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মো. মোখলেছুর রহমান মুক্তাদির বলেন, ‘আমি গ্রামগঞ্জের অবহেলিত মানুষের মাঝে কাজ করতে চাই। রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাশাপাশি গরিব দুঃখীদের সাহায্য-সহায়তায় কাজ করে যাচ্ছি। গ্রামের অবহেলিত জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশায় সবসময় পাশে থাকতে চাই। বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। তাই কৃষকদের ভাগ্য উন্নয়নের প্রধান চাহিদা ইরি বোরো সেচ প্রকল্প। এ সেচ প্রকল্পে কৃষকদের ফসল উৎপাদনে যাতে কোনো বিঘ্নের সৃষ্টি না হয় সে দিকে বিশেষ দৃষ্টি রাখতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানান।