বাগমারায় মসজিদে হামলার দায় 'স্বীকার' আইএসের

রাজশাহীর বাগমারায় আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ‘দায় স্বীকারের’ খবর দিয়েছে ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। এ ছাড়া সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা ‘ট্র্যাক টেররিজম’ তাদের টুইটে একই তথ্য প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই দুটি গবেষণা সংস্থা জানায়, আইএস তাদের বার্তায় জানিয়েছে আল ফিদা আল বাঙালি নামে একজন এই হামলা চালিয়েছে। ট্র্যাক টেররিজম তাদের টুইটে আইএসের এই দাবি সংক্রান্ত বার্তাটির একটি স্ক্রিনশটও দিয়েছে। আরবিতে লেখা স্ক্রিনশটটির ওপর ক্লিক করলে অন্য পাতায় এর ইংরেজি অনুবাদ দেখা যায়।
আর ওই ইংরেজি অনুবাদে লেখা, ‘শহীদ আল ফিদা আল বাঙালি বিস্ফোরক বেল্ট পরে রাজশাহীর বাগমারায় ধর্মচ্যুত কাদিয়ানীদের এক মন্দিরে ঢুকেছিল। সেখানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে সে ৩০ জনকে আহত করেছে। আল্লাহ যেন আমাদের ভাইকে শহীদদের মাঝে গ্রহণ করে নেন।’
গত শুক্রবার বাগমারায় আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়। এরপর শনিবার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের ওয়েব পোর্টালে জানায়, ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।
হামলার পরদিন এক সংবাদ সম্মেলনে বাগমারায় নিহত ব্যক্তিই বোমা হামলা চালিয়েছিল বলে পুলিশ দাবি করে। তবে হামলাকারীর পরিচয় এখনো পুলিশ বের করতে পারেনি।
এর আগেও বাংলাদেশে বিভিন্ন সময় পরিচালিত সন্ত্রাসী হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। সর্বশেষ পুরান ঢাকার শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে গ্রেনেড হামলা, বগুড়ার শিবগঞ্জে হামলার দায় স্বীকার করে আইএস।
তবে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত এই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো তৎপরতা বাংলাদেশে থাকার কথা অস্বীকার করছে।