মোহনগঞ্জে সাবেক ও বর্তমানের লড়াই

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় সাবেক ও বর্তমান মেয়রের মধ্যে ভোটযুদ্ধ হবে বলেই মনে করছেন ভোটাররা। জেতার জন্য এখানে উভয় দলের প্রার্থীরা বিরামহীন প্রচার চালাচ্ছেন। পাশাপাশি দুই দলের প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগও করছেন।
মেয়র পদপ্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা উদয়াস্ত ছুটে বেড়াচ্ছেন ভোটাদের দ্বারে দ্বারে। লক্ষ্য একটাই- ভোট প্রার্থনা, সমর্থন আদায়। প্রার্থীরা শুনছেন পৌরবাসীর দুঃখ-দুর্দশার কথা। আশ্বাস দিচ্ছেন নির্বাচিত হলে উন্নয়ন করবেন। ভোটাররা বলছেন, ভাটি অঞ্চলের এ পৌরসভার উন্নয়ন যিনি করবেন, তাঁকেই নির্বাচিত করবেন তাঁরা।
এখানে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন দুবারের সাবেক মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান মেয়র মো. মাহবুবুন নবী শেখ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মো. জহিরুল ইসলাম।
কৃষি ও মৎস্যসম্পদনির্ভর হাওর উপজেলা খ্যাত মোহনগঞ্জ পৌরসভা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় শ্রেণির এ পৌরসভার মোট ভোটার ১৮ হাজার ১৫২ জন। এর মধ্যে নারী ভোটার নয় হাজার ৪৬২ জন ও পুরুষ আট হাজার ৬৯০ জন।
বর্তমান মেয়র ও বিএনপি প্রার্থী মাহাবুবুন নবী বলেন, ‘ধানের শীষের নির্বাচনী প্রচারে আসতে দলীয় নেতা-কর্মীদের বাধা দিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ। আমি পাঁচ বছর উন্নয়ন করেছি, ভোটাররা ভোট দিতে পারলে আমাকেই নির্বাচিত করবেন।’
অপরদিকে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপি প্রার্থী জনবিচ্ছিন্ন হয়ে এসব প্রচার চালাচ্ছেন। আমি এর আগে দুবার পৌরসভার মেয়র ছিলাম। সেই সময়ে ব্যাপক উন্নয়ন করেছি। ভোটাররা সেই তাগিদ থেকেই এবার এখানে নৌকা মার্কায় ভোট দেবেন।’