বাগমারায় আহমদিয়া মসজিদে হামলার ঘটনায় মামলা

রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে ‘আত্মঘাতী’ বোমা হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আজ শুক্রবার রাতে এই মামলা করেছে পুলিশ।
তবে মামলায় কতজন ব্যক্তিকে আসামি করা হয়েছে বা মামলার বাদী পুলিশের কোন কর্মকর্তা হয়েছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
আজ জুমার নামাজের সময় উপজেলার সৈয়দপুরের মজমইল চকপাড়া আহমদিয়া মুসলিম জামাত জামে মসজিদে এক যুবক তাঁর শরীরে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যুবকের চেহারা অবিকৃত থাকলেও এখন পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন সাতজন। এঁদের মধ্যে গুরুতর অবস্থায় ময়েজ তালুকদার, সাহেব আলী ও নয়ন উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।