এবার রাজশাহীর মসজিদে ‘আত্মঘাতী’ বোমা হামলা, যুবক নিহত

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন।
আজ শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার সৈয়দপুরের মজমইল চকপাড়া আহমাদিয়া মুসলিম জামাত জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) নিশারুল আরিফ।
এসপি জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ওই এলাকার ময়েজ তালুকদার, সাহেব আলী ও নয়ন উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁদের অস্ত্রোপচার চলছে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বগুড়ায় একটি মসজিদে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।
পুলিশ ও মুসল্লিরা জানান, দুপুরে জুমার নামাজ চলাকালে নিহত যুবক তাঁর শরীরে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জুমার নামাজের প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতে ইমাম সুরা ফাতেহা পাঠ করাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।