তিনদিন পর কিশোরগঞ্জ থেকে বাস চলাচল শুরু

তিনদিন পর পুলিশ সুপারের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও মোটর যান শ্রমিক ইউনিয়ন।
আজ বুধবার দুপুরেই শহরের গাইটাল ও বত্রিশ এলাকার দুটি টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়।
বাস কাউন্টারে চাঁদাবজি, টাকা ছিনিয়ে নেওয়া ও শ্রমিক মারধরসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে গত রোববার এ ধর্মঘট আহ্বান করা হয়েছিল।
দুপুরে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানের সঙ্গে মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে মালিক ও শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে বলেন, পুলিশ সুপারে আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, অভিযোগুলো খতিয়ে দেখা হবে এবং সন্ত্রাস ও চাদাঁবাজির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।