এমপিদের নিরাপত্তায় বাসভবনে অতিথি না আনার সুপারিশ

সংসদ সদস্যদের (এমপি) নিরাপত্তার স্বার্থে অতিথিদের সঙ্গে সাক্ষাৎ ন্যাম ভবনের বাসভবনে না করে এমপি হোস্টেলে করার জন্য সংসদ সদস্যদের প্রতি সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ রোববার দশম জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি চিফ হুইপ আ স ম ফিরোজ।
কমিটির সুপারিশে বলা হয়, সংসদ সদস্যদের কাছে আসা অতিথিরা যাতে তাঁদের বাসভবনে সাক্ষাৎ না করে বরাদ্দ করা অফিসে (এমপি হোস্টেল) সাক্ষাৎ করে সে বিষয়টি প্রতিটি সদস্যকে নিশ্চিত করা প্রয়োজন।
কমিটি সূত্রে জানা যায়, মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত এমপিদের ভবনে প্রায় প্রতিদিনই নির্বাচনী এলাকা থেকে এবং রাজনৈতিক কর্মীরা দেখা করতে আসেন। এতে ন্যাম ভবনে নিরাপত্তা নিশ্চিতে সমস্যা পোহাতে হয় নিরাপত্তাকর্মীদের। বাসভবনে অবস্থানরত এমপিদের পরিবারের সদস্যরাও বিব্রত বোধ করেন। এ ছাড়া গত ১৭ নভেম্বর জাতীয় সংসদের আবাসিক সাব-কমিটির বৈঠক জাতীয় সংসদ ভবনের পাশাপাশি সংসদ সদস্যদের আবাসস্থল ন্যাম ভবনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সুপারিশ করে।
কমিটির সদস্য নাজমুল হক প্রধান সাংবাদিকদের বলেন, সংসদ সদস্যদের সঙ্গে যাঁরা দেখা করতে আসেন সেই অতিথিদের বাসভবনে না এনে অফিসে আনার বিষয়ে সুপারিশ করেছে সংসদ কমিটি। কারণ এমপিদের সঙ্গে সাক্ষাৎ করার একটি বিধান রয়েছে। যেখানে এমপিদের অফিস সেখানেই সাক্ষাৎ করতে হবে, বাসভবনে নয়।
বৈঠকে সদস্য ভবনে বসবাসরত সদস্যদের জন্য যথাযথ সেবাদান নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি সংসদ সদস্যের বাসায় পড়ার টেবিল ও বুকশেলফ সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
সংসদ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা এবং মেডিকেল সেন্টার খোলা রাখার সুপারিশ করা হয়। এ ছাড়া সংসদ এলাকার নিরাপত্তা জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
সভায় অন্যদের মধ্যে মো. আবদুস শহীদ, হুইপ মাহবুব আরা বেগম গিনি, সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন বিশ্বাস, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী ও নাজমুল হক প্রধান নেন।