বাজিতপুরে প্রার্থীর কর্মীর জেল-জরিমানা

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা নির্বাচনের প্রচারের সময় আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক প্রার্থীর কর্মীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সাব্বির আহমেদ তাপস আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত আকবরের কর্মী বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজিতপুর পৌরসভার বাঁশমহল এলাকায় শনিবার রাত ৮টার দিকে অভিযুক্ত সাব্বির আহমেদ তাপস রিকশায় মাইক বাজিয়ে শওকত আকবরের প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় মাইকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে শওকত আকবরকে তাঁদের সমর্থিত প্রার্থী বলে প্রচার করছিলেন তিনি। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে তাপসকে ২০ হাজার টাকা জরিমানা ও দেড় মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারের কাজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা হয়েছে। এ জন্য একজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।