জয়পুরহাটে আগ্নেয়াস্ত্রসহ দুই 'শিবির নেতা' আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কদমতলী এলাকা থেকে দুটি রিভলবার, ২১টি ককটেল, ছয়টি হাতবোমাসহ জেলা ‘ছাত্রশিবিরের সভাপতি আবুজার গিফারী ও সেক্রেটারি ওমর আলী’কে আটক করেছে র্যাব।
র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের লক্ষ্যে পাঁচবিবির কদমতলী এলাকায় আগ্নেয়াস্ত্রসহ ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি গোপন পরিকল্পনা করছে—গোপন সূত্রে এ সংবাদ জানতে পারে র্যাব। বুধবার রাত দেড়টায় র্যাবের একটি দল সেখানে গিয়ে এসব অস্ত্রসহ আবুজার গিফারী ও ওমর আলীকে হাতনাতে আটক করা হয়।
আটক আবুজার গিফারীর বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে এবং ওমর আলীর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা-জংলুপাড়া গ্রামে।
র্যাব জানায়, ২০-দলীয় জোটের সরকারবিরোধী হরতাল-অবরোধ চলার সময় নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে জয়পুরহাট সদর, ক্ষেতলাল, পাঁচবিবিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।