ভৈরবে বিএনপির মেয়র পদপ্রার্থীর পক্ষে কেন্দ্রীয় নেতার প্রচার

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাজি মো. শাহীনের পক্ষে গণসংযোগসহ আলোচনা সভায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মো. শরীফুল আলম।
আজ সোমবার নির্বাচন কমিশনের স্থানীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক পাওয়ার পর পৌর এলাকার চণ্ডীবের গ্রামে বিকেলে গণসংযোগ করেন শরীফুল আলম। পরে হাজি আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অংশ নেন তিনি।
এ সময় শরীফুল আলমের সঙ্গে ছিলেন বর্তমান মেয়র ও বিএনপি সমর্থিত প্রার্থী হাজি মো. শাহীন, ভৈরব উপজেলা শ্রমিকদলের সভাপতি হাজি নূর মোহাম্মদসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী।
ভৈরব পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাজি মো. শাহীনকে নির্বাচিত করতে নিবেদিত হয়ে কাজ করার জন্য নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান শরীফুল আলম।