দুর্গাপুর থেকে সরলেন বিএনপির ‘বিদ্রোহী’

নেত্রকোনার দুর্গাপুর ও কেন্দুয়া পৌরসভায় দুই স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুর্গাপুর পৌরসভার বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী আতাউর রহমান ও কেন্দুয়া পৌরসভার মোহাম্মদ আল-মামুন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এদিন সাধারণ কাউন্সিলর পদে নেত্রকোনা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফয়সাল আহম্মেদ সাদ্দাম, কেন্দুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কামাল হোসেন কার্নাল ও মো. রাসেল রহমান তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
জেলা নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল-মোহতাসীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এবার নেত্রকোনার পাঁচটি পৌরসভায় নির্বাচন হচ্ছে।