ভৈরবে বিএনপি নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ফজর আলী (৫০) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভৈরব পৌর বিএনপির সদস্য।
আজ রোববার দুপুরে ভৈরব বাজারের লঞ্চ টার্মিনাল এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার এনটিভি অনলাইনকে জানান, ফজর আলী একটি নাশকতা মামলার পলাতক আসামি। পুলিশ তাঁকে খুঁজছিল। এতদিন তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।