ঝালকাঠি বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

নলছিটি উপজেলায় যুবলীগ নেতার দায়ের করা চাঁদাবাজি মামলায় ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ খলিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, নাচনমহল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহাগ অভিযোগ করেন, আবদুল আজিজ খলিফা তাঁর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, আবদুল আজিজ খলিফাকে আটকের পর একটি সাজানো চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজিজ খলিফা একজন প্রতিষ্ঠিত ঠিকাদার। কারো কাছ থেকে চাঁদা তুলে তাঁর চলতে হয় না।
ষড়যন্ত্রমূলক এ মামলা থেকে তাঁর অব্যাহতি দাবি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।