নেত্রকোনায় একজন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নেত্রকোনায় পাঁচটি পৌরসভায় একজন মেয়র পদপ্রার্থী ও দুজন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
গতকাল রোববার যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।
বাছাইয়ের শেষ দিনে মদন পৌরসভার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমীনের মনোনয়নপত্র বাতিল এবং নেত্রকোনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী চিত্তরঞ্জন সরকার ও সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হাজেরা বেগমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবদুর রহিম জানান, মনোনয়নপত্র ত্রুটিযুক্ত হওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নেত্রকোনা, মদন, দুর্গাপুর, কেন্দুয়া ও মোহনগঞ্জ জেলার এই পাঁচটি পৌরসভা নির্বাচনে ১৮ মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।