নগরকান্দা পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার সাধারণ কাউন্সিলর প্রার্থীদের এবং আজ রোববার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম যাচাই-বাছাই করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার মো. নিজামউদ্দীন আহমেদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আফছারউদ্দীন।
নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে চার মেয়র পদপ্রার্থী, আট সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী এবং সাধারণ ওয়ার্ডের ৩২ জন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন নগরকান্দা পৌরসভা নির্বাচন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।
যাচাই বাছাইয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ বিল্লাল হোসেন মোল্লার ১০০ জন ভোটারের সইয়ে গরমিল থাকায় এবং আট নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী গোকুল চন্দ্র শীলের হলফনামায় গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজনের মনোনয়নপত্রই বৈধ হয়েছে।
মেয়র পদে বৈধ তিন প্রার্থী হলেন আওয়ামী লীগের মো. রায়হানউদ্দীন মিয়া, বিএনপির মো. সাইফুর রহমান মুকুল ও স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ হোসেন বিকুল।